রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

মনোহরদীতে পিস্তল ও গুলিসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

নরসিংদীর মনোহরদীতে সংঘবদ্ধ অপরাধী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের থেকে দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার সন্ধ্যায় একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা মুরগী বাজার সংলগ্ন কুহিনুরের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শিবপুর উপজেলা আশ্রাফপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মামুন প্রধান (৩৫) ও একই গ্রামের চাকবাড়ীর দেলোয়ার হোসেন খানের ছেলে আজিম খান। মামুন উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি বলে জানা গেছে।

পুলিশ বলছে, চঙ্গভান্ডা এলাকায় অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন খবরে শনিবার রাতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মামুন ও আজিমকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মনোহরদী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হবে বলে জানা গেছে।

মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার বলেন, ‘আটককৃত দুজন একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন এলাকায় ছিনতাইসহ নানা অপরাধমূলক কাজে জড়িত। তাদের বিরুদ্ধে হত্যা মাদক সহ বিভিন্ন থানায় পৃথক ছয়টি মামলা  রয়েছে। চক্রটির পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ