রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

ফেসবুকে সুসংবাদ দিল জয়া

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৪ প্রদর্শন করেছেন

জয়া আহসান। ফ্যাশন কিংবা স্টাইলের দিক দিয়ে বরাবরের মতোই এগিয়ে দুই বাংলার নন্দিত এই অভিনেত্রী। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ফ্যাশনে নিজেকে মেলে ধরেন এই নায়িকা। এবার এই রূপ-বৈচিত্র অভিনেত্রীকে দিল বড় সম্মাননা!

পুরস্কার পাওয়ার পর সামাজিক মাধ্যমে সুখবরটি অনুরাগীদের কাছে ভাগ করে নেন জয়া।

ওপার বাংলার টালিগঞ্জে প্রথমবারের মতো চলচ্চিত্র জগতের স্টাইলিশ-গ্ল্যামারাস আর্টিস্টদের আসর বসে সোমবার সন্ধ্যায়। সেখানেই সকলের মাঝে বছরের সেরা ‘ট্র্যাডিশনাল কুইন অ্যাওয়ার্ড’ অর্জন করেন জয়া আহসান।

নিজের অনুভূতি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, এই পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এবারের পুরস্কার আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।

এদিন সঙ্গে বেশ কিছু ছবিও যোগ করেন জয়া। তাকে নানা ভঙ্গিতে অ্যাওয়ার্ড হাতে নিয়েও পোজ দিতে দেখা যায়। সঙ্গে তার রূপ-সাজ বরাবরের মতোই মুগ্ধ করেছে সকলকে।

ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় তারকারা এই অনুষ্ঠানে তাদের ফ্যাশনের ঝলক দেখিয়েছেন। অনেকের মধ্যে বেশ কিছু জনপ্রিয় তারকা তাদের স্টাইল এবং গ্ল্যামারের জন্য হয়েছেন সম্মানিত।

উল্লেখ্য, ভারতীয় সিনেমার অন্যতম সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বলিউডের পাশাপাশি টলিউডেও ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ দেওয়া হয়। ‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। টানা সাতবার মনোনয়নের সঙ্গে জয়ার ঝুলিতে আছে চারটি ফিল্মফেয়ার। এবার তার সামনে পঞ্চম অ্যাওয়ার্ডটি ঘরে তোলার সুযোগ। জয়া আহসানের সঙ্গে এবার আরও মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ