রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

মোস্ট স্টাইলিশ স্টারের পুরস্কার পেলেন জিৎ-শুভশ্রী, আর কে কী পেলেন?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১২ প্রদর্শন করেছেন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস পশ্চিমবঙ্গ-২০২৫’।

সোমবার কলকাতার একটা পাঁচতারা হোটেলে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠানটি। রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যশ দাশগুপ্ত, নুসরত জাহান মিমি চক্রবর্তী থেকে শুরু করে উপস্থিত ছিলেন ঢালিউড কুইন জয়া আহসানসহ টালিগঞ্জের বহু তারকা উপস্থিত।

এবারের ফিল্মফেয়ারে মোস্ট স্টাইলিশ স্টারের পুরস্কার পেয়েছেন টালিউড সুপারস্টার জিৎ এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২৫ এ আর কে কোনো পুরস্কার পেলেন চলুন একনজরে দেখে নেওয়া যাক…

মোস্ট স্টাইলিশ স্টার (নারী)- শুভশ্রী গঙ্গোপাধ্যায়

মোস্ট স্টাইলিশ স্টার (পুরুষ) জিৎ

ফ্যাশনের উদীয়মান মুখ (নারী)-  অঙ্গনা রায়

ফ্যাশনের উদীয়মান মুখ (পুরুষ)- শন বন্দ্যোপাধ্যায়

বর্ষসেরা হটস্টেপার (পুরুষ)- অর্জুন চক্রবর্তী

বর্ষসেরা হটস্টেপার (নারী)-  রুক্মিণী মৈত্র

ওম্যান অফ স্টাইল অ্যান্ড সাবস্ট্যানস- স্বস্তিকা মুখোপাধ্যায়

ম্যান অফ স্টাইল অ্যান্ড সাবস্ট্যানস-  আবির চট্টোপাধ্যায়

ফিট অ্যান্ড ফ্যাবুলাস (নারী)- পাওলি দাম

ফিট অ্যান্ড ফ্যাবুলাস (পুরুষ)- টোটা রায় চৌধুরী

মোস্ট গ্ল্যামারাস ইউথ আইকন (পুরুষ)- বিক্রম চট্টোপাধ্যায়

সমোস্ট গ্ল্যামারাস ইউথ আইকন (নারী)- সৌরসেনী মৈত্র

দ্য আল্টিমেট ডিভা টাইমলেস বিউটি- রূপা গঙ্গোপাধ্যায়

ট্রাডিশনাল কুইন অফ দ্যা ইয়ার – জয়া আহসান

ফ্য়াশান রিস্ক টেকার অফ দ্যা ইয়ার- মনামী ঘোষ

স্টাইল আইকন (পুরুষ)- প্রসেনজিৎ

স্টাইল আইকন (নারী)- ঋতুপর্ণা সেনগুপ্ত

রেড কার্পেট লুক অফ দ্য ইয়ার (পুরুষ) -অঙ্কুশ হাজরা

রেড কার্পেট লুক অফ দ্য ইয়ার (নারী)- ঐন্দ্রিলা সেন

মোস্ট গ্ল্যামারাস স্টার (নারী) -কোয়েল মল্লিক

সবচেয়ে গ্ল্যামারাস তারকা (পুরুষ) -দেব

মোস্ট ফ্যাশনেবল স্টার কাপল – নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত

মোস্ট ফ্যাশনেবল স্টার (পুরুষ)- পরমব্রত চট্টোপাধ্যায়

মোস্ট ফ্যাশনেবল স্টার (নারী)- রাইমা সেন

বছরের সেরা ট্রেন্ডসেটার -মিমি চক্রবর্তী

স্পোর্টস আইকন- সৌরভ গঙ্গোপাধ্যায়

মোস্ট স্টাইলিশ ডিরেক্টর- রাজ চক্রবর্তী

হটেস্ট স্টার অফ দ্য় ইয়ার (পুরুষ)-দেব

হটেস্ট স্টার অফ দ্য ইয়ার (নারী)-রাইমা সেন

ট্রেলব্লেজার অফ দ্য ইয়ার- জিৎ

আল্টিমেট ডিভা গায়িকা- ঊষা উত্থুপ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ