শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

জেফার কি অ্যালেন স্বপনের ’বৈয়াম পাখি’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১২ প্রদর্শন করেছেন

গানে গানে অ্যালেন স্বপন এমন বাসনার কথা জানালেও তা একদম নাকচ করে দিয়েছেন সংগীতশিল্পী জেফার রহমান। তিনি বলেছেন— ‘আমি বৈয়াম পাখি নই’। গানে গানে এই দ্বন্দ্ব হয়তো থাকবে আরও কিছু দিন। আসছে ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিরিজটি মুক্তির পর পরিষ্কার হতে পারবেন দর্শক-শ্রোতারা।

গতকাল বুধবার (১৯ মার্চ) বিকালে প্রকাশ পেয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এর গান ‘বৈয়াম পাখি ২.০’। নতুন ভার্সনের এই গানটির মাধ্যমে চরকি আনুষ্ঠানিকভাবে জানালো সিরিজটিতে যুক্ত হয়েছেন জেফার রহমান। তিনি শুধু গানটিতে কণ্ঠই দেননি, সেই সঙ্গে অভিনয়ও করেছেন। এর আগে চরকি অরিজিনাল ফিল্ম ‘মনোগামী’তে অভিনয় করেন এ সংগীতশিল্পী। এবার প্রথমবারের মতো তাকে দেখা যাবে সিরিজে।

চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এর গান ‘বৈয়াম পাখি ২.০’  এবং চরিত্রটি নিয়ে আগে থেকেই জানা ছিল গায়িকা জেফার রহমানের। নির্মাতা শিহাব শাহীন যখন অভিনয়ের জন্য তাকে প্রস্তাব দেন, তখন আর বেশি ভাবতে হয়নি গায়িকাকে, রাজি হয়ে যান।

জেফার রহমান বলেন, ‘ইন্টারেস্টিং চরিত্র হলে আমি অবশ্যই অভিনয় করতে রাজি।’ কিন্তু তিনি যেহেতু গানের মানুষ, তাই গানকে বাদ দিতে পারেননি। ‘বৈয়াম পাখি ২.০’ গানে কণ্ঠও দিয়েছেন তিনি।

গানটি মূলত ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের ‘বৈয়াম পাখি’ গানের নতুন ভার্সন। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছিলেন অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খান। নতুন ভার্সনে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জেফার রহমান। খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী।

গানে জড়িত হওয়ার প্রসঙ্গে জেফার রহমান বলেন, ‘গানটি একজন গ্যাংস্টারের কণ্ঠে শুনেছে সবাই। সেখানে তার বেপরোয়া ভাবটা উঠে এসেছে। এবার তাকে একজন চ্যালেঞ্জ করছে এবং তিনি একজন নারী। ব্যাপারটা ভালো লেগেছে, সে জন্যই গানটিতে যুক্ত হওয়া।’

উল্লেখ্য, স্টপ মোশনের ধারণা থেকে বানানো অ্যানিমেশন দিয়ে নির্মিত হয়েছে ‘বৈয়াম পাখি ২.০’-এর ভিডিও। টুডি, থ্রিডি অ্যানিমেশনের কাজও আছে এখানে। গানটির সুর ও কথার মতো ভিডিওটিও দর্শকদের মজা দেবে বলে মনে করে চরকি কর্তৃপক্ষ। ২০২৩ সালে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর প্রথম সিজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ