শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

ইত্যাদিতে কণ্ঠশিল্পী হিসেবে আবির্ভাব সিয়াম-হিমির

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৮ প্রদর্শন করেছেন

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পর দিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে ‘ইত্যাদি’ নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। আর এবারের ইত্যাদির নতুন চমক হচ্ছে— নায়ক-নায়িকার আত্মপ্রকাশ কণ্ঠশিল্পী হিসেবে।

এটা যে একেবারেই নতুন চমক তা কিন্তু নয়। এমন ঘটনা আগেও ঘটেছে। গত বছরই প্রথমবার গান গেয়ে সুপারহিট হয়ে তাক লাগিয়ে দিয়েছেন ছোটপর্দার নায়িকা তাসনিয়া ফারিণ। তার সঙ্গে গান গেয়েছিলেন আরেক নায়ক তাহসান।

এবারও সেই ধারা অব্যাহত রাখতে চলেছে দেশের অন্যতম সফল টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এই ঈদে হানিফ সংকেত সংগীতে অভিষেক করাতে চলেছেন একসঙ্গে একজোড়া নায়ক-নায়িকা। একজন বড়পর্দার নায়ক সিয়াম আহমেদ। অন্যজন ছোটপর্দার হিমি। দুজনেই দারুণ জনপ্রিয় নিজ নিজ সেক্টরে। এবার পালা গানের চমক দেখানোর। মজার বিষয় হচ্ছে— এ দুই তারকা একসঙ্গে কখনো অভিনয় করেননি। অথচ তাদের প্রথম গানের অভিষেক হচ্ছে একসঙ্গে!

‘ইত্যাদি’ কর্তৃপক্ষ জানিয়েছে, পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবেই গানটি গেয়েছেন তারা। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। সিয়াম ও হিমির এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয় চারদিকে লেকঘেরা একটি দৃষ্টিনন্দন ব্যতিক্রমী স্থানে।

গাওয়া প্রসঙ্গে সিয়াম বলেন, ‘আমি জীবনে কোনো দিন গান গাইতাম না। হানিফ সংকেত ও কবির বকুল ভাই যদি আমাকে তাগাদা না দিতেন। আমি গানের মানুষ না। আমি ভালো গান গাই না। কিন্তু তার পরও তারা দুজন বলেছেন— এটা তোমার দর্শকদের জন্য ঈদ উপহার, তাই গানটা গেয়েছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ