সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

কুমিল্লায় স্বাস্থ্য কমপ্লেক্সে মুগ্ধতা ছড়াচ্ছে সূর্যমুখীর হাসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১১ প্রদর্শন করেছেন

ফুটেছে সূর্যমুখী। সূর্য যখন যেদিকে হেলেছে, সূর্যমুখী ফুলও সেদিকে হেলে পড়ছে। সবুজের মধ্যে হলুদ ফুলগুলো অপরূপ সৌন্দর্যের উৎস হয়ে দাঁড়িয়ে আছে। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রজাপতি যেমন ছুটে আসছে তেমনি প্রকৃতি প্রেমীরা আসছেন দল বেঁধে।

ফুলের সৌন্দর্য দেখতে ও ছবি তুলতে আসছেন অনেকে। বাতাসে দোল খাওয়া সূর্যমুখীর হাসিও চোখে পড়ার মতো। দূর থেকে দেখলে মনে হবে বিশাল আকারের হলুদ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। কাছে গেলে চোখে পড়ে হাজারও সূর্যমুখী ফুল।

ফুলগুলো বাতাসে দোল খেয়ে যেন আমন্ত্রণ জানাচ্ছে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার। চোখ জুড়ানো মনোমুগ্ধকর এমন অপরূপ সৌন্দর্যের দেখা মিলেছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে এ বছর চাষ হচ্ছে সূর্যমুখী ফুল। এর আগে চাষ হয়েছে সরিষার।

পরিদর্শনে গিয়ে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই কমপাউন্ডের চত্বরে সূর্যমুখী ফুলের হয়েছে আবাদ। ফুলে ফুলে সজ্জিত চত্বরটি যেন শিল্পীর তুলিতে আঁকা নয়ন জুড়ানো অপরূপ কোনো দৃশ্য। ফুটে থাকা এসব ফুলের বাগানের সৌন্দর্যে মোহিত হন রোগীসহ আশপাশের সবাই।

এ হাসপাতালে আসা মাজহারুল ইসলাম বাপ্পি বলেন, সবুজ পাতার আড়ালে সূর্যমুখীর হাসি কাছে টানছে প্রকৃতি প্রেমীদের। অনেক রোগীরা এ বাগানের পাশ দিয়ে হাঁটছেন এবং দেখছেন এতে তাদের মনে এক প্রকার প্রশান্তি বিরাজ করছে।

স্থানীয় মামুন মজুমদার জানান, এ হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন, তারা সূর্যমুখী ফুলের পাশে দাঁড়িয়ে কেউ সেলফি তুলছেন। প্রাকৃতিক এ সৌন্দর্যে রোগী ও তাদের স্বজনদের মধ্যে মুগ্ধতা ছড়াচ্ছে।

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, আমাদের কিছু পরিত্যক্ত জমি ছিল। আমরা ভাবলাম- চিকিৎসার পাশাপাশি যদি পারিপার্শ্বিক পরিবেশ ভালো রাখা যায়, তাহলে রোগীর মন উৎফুল্ল থাকবে। উৎফুল্ল থাকলে রোগীর সুস্থতার সম্ভাবনা বেড়ে যায়। তাই জমি ভরাট করে ফুল, ফল ও সবজি চাষ শুরু করলাম।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু খালি জমি অনেকটা ঝোঁপ-জঙ্গলের মত ছিল। তারা গতবার সরিষা ও সবজির চাষ করে। এবার করেছে সূর্যমুখীর চাষ। আমরা পরামর্শ ও বীজ দিয়ে সহযোগিতা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ