সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

শরণখোলায় মিলল ২০ ফুট লম্বা অজগর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৮ প্রদর্শন করেছেন

বাগেরহাটে সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ২০ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) ও ভিটিআরটি টিমের সদস্যরা সাপটি উদ্ধার করেন। পরে বন বিভাগের অনুমতিতে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সিপিজি লিডার মো. খলিলুর রহমান জানান, সোনাতলা গ্রামের মরিয়ম বেগম দুপুরে স্থানীয় মালেকের বাড়ির বাগানে বিশাল অজগরটিকে দেখতে পান। সাপটি একটি ছাগল পেঁচিয়ে ধরেছিল। তবে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে সাপটি ছাগলটি ছেড়ে দিয়ে পাশের ঝোপে আশ্রয় নেয়। পরে সেখান থেকে সাপটিকে ধরা হয়।

উদ্ধার হওয়া অজগরটির ওজন প্রায় ৫৫ কেজি। হুট এ ধরণের বড় সাপ লোকালয়ে দেখা দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, ‘উদ্ধার করা অজগরটি বনরক্ষীদের সহায়তায় নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি, বন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সাপ দেখলে পিটিয়ে না মারার অনুরোধ জানানো হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ