সাতক্ষীরা শহরের একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বরকত আলী গাজী (৬০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের ধোপাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বরকত আলি গাজী সাতক্ষীরা সদর উপজেলার শিবতলা মাছখোলা এলাকার ইসলাম গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ধোপাপুকুর এলাকায় নির্মাণাধীন ভবনের দোতলার ছাদে কাজ করছিলেন বরকত আলী। সকাল সাড়ে ৮টার দিকে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান বরকত আলী।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে।