রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

গাছ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১২ প্রদর্শন করেছেন

ফরিদপুরের সালথায় গাছ থেকে পড়ে মো. মিলন ফকির (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন৷ এ ঘটনায় আহত হয়েছেন রেজাউল মাতুব্বর (৩৪) নামে আরও এক শ্রমিক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মিলন ফকির একই উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষনদিয়া গ্রামের মৃত মহের ফকিরের ছেলে। আহত রেজাউল একই গ্রামের রব মাতুব্বরের ছেলে।

নিহতের পরিবার জানান, দীর্ঘদিন ধরে গাছ কাটার শ্রমিক হিসাবে কাজ করছেন মিলন ও রেজাউল। শনিবার সকালে তারা মাঝারদিয়া চরপাড়া এলাকায় গাছ কাটতে যান। বিকালে মিলন একটি গাছে উঠে ডাল কাটতে ছিলেন। এ সময় গাছের ডাল ভেঙে নিচে থাকা রেজাউলের মাথার ওপর পড়ে যান তিনি। এতে তারা দুজনই আহত হন। পরে তাদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান রাসেল বলেন, ‘গাছ থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ