মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত পথশিশুদের মধ্যে ছড়িয়ে দিতে ঈদ উপহার বিতরণ করেছে ইউনাইটেড নেশনস ইয়থ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)। ব্যতিক্রম এই আয়োজন শতাধিক পথ শিশু অংশ নিয়েছে।
শনিবার ঢাকার ওয়াশপুরস্থ আটিবাজার, গার্ডেন সিটিতে এই উৎসব উদ্যাপিত হয়।
ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুরা অংশ নেয় নানা সৃজনশীল ও মজার কার্যক্রমে। এর মধ্যে রয়েছে গল্প বলা, মেহেদি দেওয়া, ছবি আঁকা এবং নিজ হাতে ঈদ কার্ড তৈরি করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিস্যাবের সদস্যরা, অ্যালামনাই, স্বেচ্ছাসেবক এবং আমন্ত্রিত অতিথিরা। পুরো সময়জুড়ে ছিল আনন্দ, উচ্ছ্বাস আর এক সঙ্গে সময় কাটানোর উষ্ণতা।
ইউনিস্যাব’র নেতৃবৃন্দ বলেছেন, এই আয়োজন শুধু একটি দিনের জন্য নয়, এটি একটি বার্তা। ঈদের আনন্দ তখনই পূর্ণ হয়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। ‘পথশিশুদের জন্য ঈদ’ শুধু ঈদের পোশাক বা উপহার দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি উদ্যোগ। যেখানে ভালোবাসার বন্ধনে গড়ে ওঠে, যেখানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সবখানে। ইউনিস্যাব প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার, তাদের স্বপ্নের রং আরও উজ্জ্বল করে তোলার।