সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

দুদকের মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়ার ভাই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৯ প্রদর্শন করেছেন

সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও শামীমের স্ত্রী মিসেস কানিজ ফাতেমাকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ৯-এর বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক শুনানি শেষে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু এ তথ্য জানিয়েছেন।

আদালত সূত্র বলছে, এদিন এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল।

এদিন শামীম ইস্কান্দার ও তার স্ত্রী আদালতে হাজির হন। পরে আসামিপক্ষে তার আইনজীবীরা এ মামলার দায় থেকে তাদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে দুদক অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের উপাদান না থাকায় তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুদক। কিন্তু সে নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় তার বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৮ সালে রমনা থানায় মামলা করে সংস্থাটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ