রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

ফরিদপুরে নিক্সন চৌধুরীর সহযোগী কাউসার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৯ প্রদর্শন করেছেন

ফরিদপুরের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী কাউসার আকন্দকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা তসলিম প্রামাণিক (৩০) নামের একজনকেও গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের অনাথের মোড় থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

কাউসার ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। এ ছাড়া তিনি সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার তালতলা এলাকার বাসিন্দা হোটেল ব্যবসায়ী দুলাল আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় শহরের পূর্ব খাবাসপুর এলাকায় নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর হামলা চালায় কাউসার। এ ছাড়া ভাঙ্গা এলাকায় নিক্সনের সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বও দিতেন তিনি। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তন হলে আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তিনি গা ঢাকা দিয়ে ছিলেন।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল বলেন, কাউসার এবং তার এক সহযোগীকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আজ দুপুরে ওই দুজনকে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ