শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

এবার তুরস্ক-ইসরাইল সংঘাতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৭ প্রদর্শন করেছেন

সিরিয়ায় তুরস্কের নিয়ন্ত্রণাধীন অবস্থানে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতি সামরিক সংঘাতের আশঙ্কা সৃষ্টি করেছে।

সিরিয়ার বার্তা সংস্থা এমএএএন জানিয়েছে, সিরিয়ায় তুরস্ক-নিয়ন্ত্রিত অন্তত তিনটি বিমানঘাঁটি সম্প্রতি ইসরাইলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা তুরস্ক নিয়ন্ত্রণ হারিয়েছে। এসব ঘাঁটি সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারার বাহিনীর সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে।

তবে হামলা চালানোর আগে ইসরাইল কোনো রকম সতর্কবার্তা দেয়নি।

এই হামলাগুলো এমন সময়ে ঘটেছে যখন তুরস্ক বারবার যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার চেষ্টা করছে যে, সিরিয়ায় তাদের উপস্থিতি ইসরাইলের জন্য কোনো হুমকি নয়। কিন্তু ইসরাইলের ধারাবাহিক ও সম্প্রসারিত বিমান হামলা—বিশেষ করে বুধবারের হামলাগুলো—তুরস্ক ও ইসরাইলের মধ্যে সিরিয়া ইস্যুতে মতবিরোধকে ঘনীভূত করেছে এবং সরাসরি সংঘাতের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

সিরিয়ার দুটি সামরিক সূত্র এবং একটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, তুরস্কের সামরিক বাহিনী সম্প্রতি হোমস প্রদেশের টি-৪ ও তাদমুর বিমানঘাঁটি এবং হামা প্রদেশের প্রধান বিমানবন্দর পরিদর্শন করেছে। এসব সফরের উদ্দেশ্য ছিল ঘাঁটিগুলোর অবকাঠামোগত অবস্থা মূল্যায়ন করা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ