বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

সড়কের পাশে রাখা বাসে পিকআপের ধাক্কা, মা নিহত ও ছেলে আহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৯ প্রদর্শন করেছেন

বিকল হওয়ায় সড়কের পাশে রাখা হয়েছিল বাস। দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা দেয় একটি দ্রুতগতির পিকআপ। এতে আহত হন পিকআপে থাকা মা-ছেলে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা মারা যান। হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন নিহতের ছেলে।

রোববার সকালে গোপালগঞ্জ সদর উপজেলা চর পাথালিয়া পিঠা গার্ডেনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেহানা বেগম (৪০) বাগেরহাটের মোড়লগঞ্জের হোগলাবুনিয়া গ্রামের আব্দুল লতিফের স্ত্রী। আর আহত রহমাত উল্লাহ রেহানার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিদার পরিবহণের একটি যাত্রীবাহী বাস বিকল হওয়ায় চর পাথালিয়া পিঠা গার্ডেনের সামনে রাখা হয়। রোববার সকালে দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা দেয় পিকআপ। এতে আহত হন রেহানা ও তার ছেলে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেহানা মারা যায়।

গোপালগঞ্জের সদর থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ‘পরিবারের আবেদনের প্রক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। পিকআপটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ