নড়াইল বাস টার্মিনালে অজ্ঞাতনামা দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোসারফ হোসেন মুসা (৪৫) নামে এক পরিবহণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার ভোরে নড়াইল নতুন বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোসারফ হোসেন মুসা উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের সামসের মুন্সির ছেলে। তিনি আগে রেন্ট-এ-কারের ড্রাইভার ছিলেন। পরবর্তীতে নড়াইল-ঢাকা রুটে চলাচলকারী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহণে সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোসারফ হোসেন মুসা প্রতিদিনের মতো শুক্রবার সকালে দলজিৎপুরস্থ নিজ বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যান। তিনি নড়াইল শহরের নতুন বাস টার্মিনালে রাত কাটান বলে জানা গেছে।
তবে শনিবার ভোরে বাস টার্মিনালের একটি কক্ষে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তখন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কেন তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানা সম্ভব হয়নি।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনার রহস্য দ্রুত উদঘাটনের জন্য পুলিশ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।