শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

ভারতে অনুপ্রবেশে চেষ্টা, ২ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলদেশ (৩৫ বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবির হাতে আটকরা হলেন- ভোলা জেলার সদর থানার বেদুরিয়া গ্রামের লিটন গাজীর ছেলে খোকন গাজী (৩২) ও ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার এলংজানী গ্রামের আবদুল জব্বার আলীর ছেলে সোহেল রানা (৩৩)।

বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া মাজারটিলা এলাকা থেকে তাদের ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আটক করে বিজিবির সাতানিপাড়া সীমান্ত ফাড়িঁর সদস্যরা।

সূত্র জানায়, আটক দুই বাংলাদেশি বুধবার রাতে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ১০৮৬/৪ এস পিলারের কাছে মাজারটিলা এলাকা দিয়ে কাজের উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।

এ সময় জামালপুর ৩৫ বিজিবির সাতানিপাড়া বিওপির টহলরত সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদে তারা কাজের উদ্দেশ্যে ভারতে যাচ্ছিলেন বলে জানান। আটকের সময় তাদের কাছ থেকে ভারতীয় ২টি আধার কার্ড, ৩টি মোবাইল, ৫টি সিম কার্ড ও নগদ ১৬৪ টাকা উদ্ধার করা হয়। পরে ওই দুজনকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ জানান, ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে দুই বাংলাদেশি আটকের বিষয়ে থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ