সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

রোমে দ্বিতীয় দফায় পারমাণবিক আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

ইতালির রোমে আজ শনিবার (১৯ এপ্রিল) নতুন করে পারমাণবিক আলোচনায় বসছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র।  ওমানের মাস্কাটে প্রথম দফার আলোচনার এক সপ্তাহ পর আজ এই আলোচনা হতে যাচ্ছে।  প্রথম দফার আলোচনাকে উভয় পক্ষই ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছে।  খবর রয়টার্সের।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দ্বিতীয় দফা আলোচনায় যোগ দিতে রোমে পৌঁছেছেন।  এর আগে শুক্রবার মস্কোতে তিনি বলেন, ওয়াশিংটন বাস্তববাদী হলে ইরান মনে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে  তার পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।

তবে, কিছু ইরানি কর্মকর্তার ধারণা, শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চলতি সপ্তাহে বলেছেন, তিনি অতিরিক্ত আশাবাদী বা হতাশাবাদী নন।

শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি ইরানকে পারমাণবিক অস্ত্র রাখা থেকে বিরত রাখার পক্ষে। তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। আমি চাই ইরান মহান, সমৃদ্ধ এবং দুর্দান্ত হোক। ’

২০১৫ সালে ইরান ও ছয় শক্তির মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৮ সালে বাতিল করেন। পাশাপাশি তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা ফেরান। ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কথা বলে আসছেন।

ওয়াশিংটন চাইছে, ইরান অতি সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বন্ধ করুক, যা পারমাণবিক বোমা তৈরির লক্ষ্যে উৎপাদন করা হচ্ছে বলে তারা বিশ্বাস করে।

তেহরান বরাবরই বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ৷ তারা বলছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বদলে তারা কিছু বিধিনিষেধ নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। তবে ২০১৮ সালের মতো ওয়াশিংটন যে আর পিছু হটবে না, তার নিশ্চয়তা চায় তারা৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ