আজ হৃত্বিক রোশনের জন্মদিন। জীবনের হাফ সেঞ্চুরিতে দাঁড়িয়ে বলিউড অভিনেতা। নয়ের দশকে বড় হওয়া প্রজন্ম এই দিনটাকে মনে করতে গুগল দেখে না, বরং মনে পড়ে যায় ক্যালেন্ডারের দাগ দিয়ে রাখা দিনগুলো পার করে ফেলেছে প্রায় আড়াই দশক।
জীবন খাতায় পেরলো পঞ্চাশটা বসন্ত, তাতে কী, হৃত্বিক চির সবুজ অভিনেতা। বয়সে অনেক ছোট সাবা আজাদের সঙ্গে প্রেম, সোচ্চারে সেই প্রেমের প্রকাশ, বিচ্ছেদের পরেও প্রাক্তন স্ত্রী সুজেন খানের সঙ্গে বন্ধুত্ব, ব্যস্ত শিডিউলের মধ্যে সন্তানদের সঙ্গে নিয়ম করে সময় কাটানো, ঘুরতে যাওয়া হোক, এই পঞ্চাশেও জিমে গিয়ে শুধু ঘাম ঝরানো নয়, গ্রিক দেবতার মতো এইট প্যাক অ্যাব ধরে রাখা, এসব তো একজনের পক্ষেই সম্ভব। মানুষটার নাম হৃত্বিক রোশন।