মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

ভক্তদের তোপে ‘মৃত্যুর মুখ’ থেকে ফিরলেন সিআইডির এসিপি প্রদ্যুমান

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

তিনি ‘মৃত্যুবরণ’ করেছিলেন। তবে সিআইডির জনপ্রিয় চরিত্র এসিপি প্রদ্যুমানের এমন প্রস্থান মেনে মিতে পারেননি ভক্তরা। তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন গণদাবি শুনেছে সিআইডি কর্তৃপক্ষ। দীর্ঘ দুই দশক ধরে এসিপির চরিত্রে অভিনয় করা শিবাজী সাতমকে ফিরিয়ে এনেছে তার জায়গায়।

সম্প্রতি এক পর্বে একটি বোমা বিস্ফোরণে এসিপি প্রদ্যুমানের মৃত্যু দেখানো হয়। যা সিরিজের ভক্তদের মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। সিআইডির একটি মিশনে শত্রু চরিত্র বার্বোজাকে (অভিনয়ে তিগমাংশু ধুলিয়া) ধরতে গিয়েই ঘটে বিস্ফোরণ।

সেই পর্বের পরই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। দর্শকরা ক্ষোভ প্রকাশ করেন, তাদের প্রিয় চরিত্রকে এভাবে সরিয়ে দেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেন অনেকে।

সনি টিভি প্রদ্যুমানের ‘মৃত্যুতে’ একটি ট্রিবিউট গ্রাফিকও প্রকাশ করে। সেখানে লেখা ছিল ‘একটি যুগের পরিসমাপ্তি। এসিপি প্রদ্যুমান (১৯৯৮-২০২৫)’, যা দর্শকদের মন আরও ভারাক্রান্ত করে তোলে। তাতে তাদের প্রতিক্রিয়া বেড়েছে বৈ কমেনি একটুও।

এই ঘটনার ঠিক পরই দেখা যায়, ধারাবাহিকে নতুন মুখ হিসেবে পার্থ সামথান যোগ দিয়েছেন, এসিপি আয়ুষ্মান চরিত্রে। যদিও তিনি এই চরিত্রে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ‘সিআইডি’তে অভিনয় করাকে ‘স্বপ্নপূরণ’ হিসেবে আখ্যা দেন। যদিও তা দর্শকদের মন গলাতে পারেনি।

অবশেষে নির্মাতারা শুনেছেন ভক্তদের কথা। শিবাজী সাতমকে ফেরানো হয় সিরিজটিতে। এরপরই নতুন এসিপি পার্থ সামথান ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিহাইন্ড-দ্য-সিন ভিডিও শেয়ার করেন, যেখানে সাতমকে শুটিং সেটে দেখা যায়। তিনি লেখেন, ‘তার সঙ্গে কাজ করাটা রোমাঞ্চকর অভিজ্ঞতা।’

অন্যদিকে শিবাজী সাতম নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন সেই ঐতিহাসিক সংলাপ: ‘কুছ তো গড়বড় হ্যায়!’—যা দেখে অনেকেই বুঝে ফেলেন, তিনি ফিরছেন এবং সিআইডি-এর রহস্য সমাধানে আবারও নেতৃত্ব দেবেন।

এখন দর্শকদের চোখ আগামীর পর্বগুলোর দিকে। এসিপি প্রদ্যুমানের প্রত্যাবর্তনে একদিকে যেমন পুরনো স্মৃতি ফিরছে, অন্যদিকে নতুন এসিপি আয়ুষ্মানের উপস্থিতিতে সিরিজ পাচ্ছে নতুন গতিও। দুই এসিপিএ একসঙ্গে কেমন কাজ করেন, সেটাই দেখার বিষয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ