মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

‘আপার ক্লাস থেকে সাধারণ দর্শক—সবাই দেখছেন বরবাদ’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

সিনেমা মুক্তির ২২তম দিনে প্রেক্ষাগৃহে হাজির হয়ে ‘বরবাদ’ দেখলেন শাকিব খান। ঈদে মুক্তির পর দেশজুড়ে প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড়, টিকিট নিয়ে হাহাকার। ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব নিজেও জানিয়েছিলেন, তার পরিবারের সদস্যরাও টিকিট পাচ্ছেন না ছবি দেখার।

গতকাল সোমবার এয়ারপোর্ট সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শোতে উপস্থিত হন শাকিব। সিনেমা দেখার আগে সাংবাদিকদের মাধ্যমে তিনি  দর্শকদের ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শাকিব খান বলেন, ‘এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। দর্শক সিনেমাটার জন্য এত ভালোবাসা দিচ্ছেন যা সত্যি অতুলনীয়। নতুন ছবির শুটিংয়ের কারণে সময় করতে পারিনি। আজ অবশেষে আসতে পারলাম। সিনেমাটা গুলশান আপার ক্লাস থেকে গুলিস্তানের সাধারণ দর্শক সবাই দেখছেন। সবাই বলছেন, হ্যাঁ, এটাই সিনেমা।’

তিনি আরও বলেন, ‘আপনারা হয়তো ভাবছেন, ‘বরবাদ’ লাস্ট সিনেমা যেটা ১০০ কোটিতে গিয়ে পৌঁছাবে। তবে আমি মনে করি, এটা শেষ নয় বরং শুরু। গত বছর ‘তুফান’ দেখেছি, ভালো বিজনেস করেছে। এ বছর ‘বরবাদ’ এলো, তার চেয়েও ভালো বিজনেস করল। আগামীতে যেই সিনেমাগুলো আসবে, ইনশাআল্লাহ সেগুলো আরও ভালো করবে।’

উদাহরণ টেনে শাকিব খান বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একটি সিনেমা ১০০ কোটির ব্যবসা করেছিল, সেটা তাদের জন্য বিরাট ব্যাপার ছিল। কিন্তু যারা সিনেমা তৈরি করেছেন, তাদের লক্ষ্য ছিল ১ হাজার কোটি। এখন দেখা যায় পাশের দেশের সিনেমাগুলো হাজার কোটিতে না পৌঁছালে সুপারহিটই ঘোষণা করা হয় না।’

মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল। দর্শকনন্দিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ