গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার সাবেক তারকা জেসন গিলেস্পি পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের পদ ছাড়েন। তারপর পাকিস্তানের সাবেক তারকা পেসার আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান জাতীয় দলের জন্য নতুন প্রধান কোচ হিসেবে মাইক হেসনকে চূড়ান্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি মৌসুম শেষে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে।
পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড কোচের দায়িত্বে আছেন হেসন। কিছুদিন আগে নতুন কোচ চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিসিবি। আগ্রহী প্রার্থীদের লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট থাকার পাশাপাশি ঘরোয়া কিংবা আন্তর্জাতিক পর্যায়ে ১০ বছর কোচিংয়ের অভিজ্ঞতা চাওয়া হয়।
কোচ হিসেবে হেসনের অভিজ্ঞতা দীর্ঘদিনের। ২০১২ সালের জুলাইয়ে নিউজিল্যান্ড দলের কোচের দায়িত্ব নিয়ে ২০১৮ সালের জুনে পদত্যাগ করেন। এর আগে ২০০৩ সালে আর্জেন্টিনা ক্রিকেট দলের কোচের দায়িত্বও পালন করেন। ২০১১ সালে কেনিয়া ক্রিকেট দলের কোচের দায়িত্ব নেওয়ার পর ‘নিরাপত্তাজনিত কারণে’ পদত্যাগ করেন।
আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালকের দায়িত্বেও ছিলেন ৫০ বছর বয়সী হেসন। ২০২৩ সালের নভেম্বরে ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব নেন হেসন। তার অধীনে গত মৌসুমে পিএসএলে নিজেদের তৃতীয় শিরোপা জিতেছে ইসলামাবাদ। পিএসএলে সেটা ছিল তার অভিষেক মৌসুম।
পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, পিসিবির পক্ষ থেকে হেসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুই পক্ষের আলোচনা এখনো চলমান। গত বছরও হেসনের সঙ্গে যোগাযোগ করেছে পিসিবি। কিন্তু তখন তিনি পাকিস্তান জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে রাজি হননি। এবার নতুন করে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
কোচ হওয়ার দৌড়ে সাবেক স্পিনার সাকলায়েন মুশতাকও আলোচনায় ছিলেন। তবে পিসিবি সাম্প্রতিক ধারা বজায় রেখে জাতীয় দলের জন্য বিদেশি কোচ নিয়োগ দিতে চায়। এক্সপ্রেস ট্রিবিউন বলছে, কোচ হিসেবে হেসনকেই চূড়ান্ত করেছে পিসিবি।