বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

সিন্ধু পানি চুক্তি নিয়ে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনার পর উত্তেজনার মধ্যেই সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। পাকিস্তানি কর্তৃপক্ষ বলছে, নয়াদিল্লির সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ইসলামাবাদ।

বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য নিউজ ডটকম পিকে।

পাকিস্তানের আইন ও বিচার প্রতিমন্ত্রী আকিল মালিক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইসলামাবাদ অন্তত তিনটি ভিন্ন আইনি বিকল্পের পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে বিশ্বব্যাংকের কাছে বিষয়টি তোলা—যা চুক্তির মধ্যস্থতাকারী।

এছাড়া নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিশি আদালত কিংবা আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করার চিন্তা করছে পাকিস্তান।  সেখানে ১৯৬৯ সালের ভিয়েনা কনভেনশন অন দ্য ল অব ট্রিটিজ লঙ্ঘনের অভিযোগ আনতে পারে ইসলামাবাদ।

এদিকে, ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই কূটনৈতিকভাবে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। কাশ্মীর ইস্যু ঘিরে উত্তপ্ত পরিস্থিতি প্রশমনে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের বলেন, আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং তাদের বলছি পরিস্থিতি যেন আর না বাড়ে।”

তিনি আরও বলেন, আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং দুই দেশের সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ