শনিবার, ২৪ মে ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

উখিয়া মেরিন ড্রাইভে রোগী সেজে ইয়াবাসহ টেকনাফের দুই নারী গ্রেফতার ।

শহীদুল ইসলাম শাহেদ ,টেকনাফ (কক্সবাজার)
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪৭ প্রদর্শন করেছেন

 

কক্সবাজারের উখিয়া মেরিন ড্রাইভ চেকপোস্টে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে রোগী সেজে মাদক পাচারের সময় বালিশের ভেতর হতে ১০হাজার ইয়াবাসহ টেকনাফের দুই নারী পাচারকারীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়,গত ৫মে ২০২৫ইং রাত সাড়ে ১১টায় উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মেরিন ড্রাইভের উখিয়া ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টের দায়িত্বরত জওয়ানেরা দায়িত্বরত জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী যাত্রিবাহী একটি প্রাইভেট চেকপোস্টে আসলে তল্লাশীর জন্য থামানো হয়। এমতাবস্থায় তল্লাশী করতে গেলে গাড়িতে থাকা টেকনাফ সদর গোদার বিলের আবুল শামার মেয়ে ছেনোয়ারা বেগম (৫০) সেবিকা এবং নজির আহমদের স্ত্রী ইয়াসমিন আক্তার (২০) রোগীর অভিনয় করে গাড়িতে বালিশে মাথা রেখে শুয়ে থাকে। পরে ইয়াসমিনের মাথার নীচে থাকা বালিশের ভিতরে কৌশলে লুকিয়ে রাখা ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) জানান,উখিয়া থানায় মামলা দায়ের করতঃ আসামীসহ উদ্ধারকৃত ইয়াবা থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ