শনিবার, ২৪ মে ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনে যোগ দিলেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন চলছে কয়েক দিন ধরে।চলমান সেই আন্দোলনে যোগ দিয়েছেন ইশরাক নিজেই।
বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রধান বিচারপতির বাসভবনের পাশের রাস্তা দিয়ে কাকরাইলে আন্দোলনস্থলে পৌঁছান ইশরাক। এ সময় নেতাকর্মীরা জড়ো হয়ে তার গাড়ি ঘিরে স্লোগান দিতে থাকেন।
এ সময় নেতাকর্মীরা ‘ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার’, ‘শহিদ জিয়ার সৈনিকেরা এক হও এক হও’ ইত্যাদি বলে স্লোগান দিতে থাকেন।
এদিকে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ বলেছেন, রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়। ফলে ইশরাকের শপথ নিতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ