নাটক দিয়ে আলোচনায় ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব।তার সাথে প্রকাশিত হয়েছে অপূর্ব অভিনীত ইউটিউব ফিল্ম ‘ডার্ক জাস্টিস’-এর ট্রেলার। গত ২৮ ডিসেম্বর স্ত্রীকে নিয়ে দুবাইয়ের উদ্দেশে উড়াল দিয়েছেন অপূর্ব।গত মঙ্গলবার সেখান থেকেই ক্যারিয়ার ও নানা প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছে।তিন বছর কীভাবে পার হলো, টেরই পেলাম না। সময় কত দ্রুত যায়।নাটকের পাশাপাশি অপূর্ব ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন। তাঁর অভিনীত ওয়েব ফিল্ম প্রশংসা কুড়িয়েছে। এবার তাঁকে একটি ইউটিউব ফিল্মে দেখা যাবে। এটি পরিচালনা করেছেন তপু খান। অপূর্বকে নিয়ে তিনি বানিয়েছেন ‘ডার্ক জাস্টিস’। প্রকল্পটি নিয়ে অপূর্ব বললেন, ‘এটাও বেশ বড় আয়োজনে করা হয়েছে। আশা করি ভালো লাগবে। সম্পাদনা চলছে। পরিচালক তপু খান অনেক সুন্দরভাবে কাজটা করার চেষ্টা করেছেন।’