রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪৭ প্রদর্শন করেছেন

জুলাই-আগস্টের আন্দোলনে মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক দুই মন্ত্রী আনিসুল হক ও দীপু মনিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

পাশাপাশি কাফরুল থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকে।

বুধবার ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান। এদিন শুনানিতে আসামিদের আদালতে উপস্থিত করা হয়।

মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলার অভিযোগে বলা হয়েছে, সরকার পতনের দিন গেল বছরের ৫ অগাস্টে মোহাম্মদপুরে তিন রাস্তার মোড় সংলগ্ন ময়ূর ভিলার সামনে ছাত্র জনতার সঙ্গে মো. সোহেল রানা (৩৮) আন্দোলনে অংশ নেন।

ওই সময় আন্দোলনকারীদের ওপর ছোড়া গুলিতে আহত হন সোহেল। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গত ১১ জুন সোহেল মামলা করেন।

কাফরুল থানার হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকালে রাজধানীর কাফরুলে বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম।

পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর তার স্বজন ব্যবসায়ী আহসান হাবীব রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ