বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

চার্লস হোয়াইটলির সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) দক্ষিণ এশিয়া ডিভিশনের প্রধান এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের সাবেক রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জুলাই) ব্রাসেলসে অনুষ্ঠিত এ বৈঠকে বৈঠকে ইইএএস-এর দক্ষিণ এশিয়া ডেস্কের দুই কর্মকর্তা—লেন ভিলাডসেন এবং রোশান লিম্যান উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা এবং বিএনপি ফরেইন রিলেশন্স ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন, বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি ফরেইন রিলেশন্স কমিটির সদস্য ইকবাল হোসেন বাবু এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন।

বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক বোঝাপড়া, বাক-স্বাধীনতা ও আসন্ন জাতীয় নির্বাচনের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়।

চার্লস হোয়াইটলি বাংলাদেশের জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সকল চ্যালেঞ্জ অতিক্রম করে শিগগিরই গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ