যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে দখলদার ইসরাইল। গাজায় ভয়াবহ হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৪ জন ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষমান ছিলেন।
বুধবার (২ জুলাই) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বুধবার গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালকের বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডা. মারওয়ান সুলতান নিহত হয়েছেন। গাজায় নিজ বাড়িতে ইসরাইলি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন। এ হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
নিহত ডা. মারওয়ান আল সুলতানকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে ইসরাইল।
শরনার্থী শিবির ও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা হয়েছে উত্তর ও দক্ষিণ গাজাতেও। কথিত নিরাপদ ঘোষিত অঞ্চলে আইডিএফের হামলায় শিশুসহ মৃত্যু হয়েছে অন্তত পাঁচজনের।
গাজার উত্তরাঞ্চলের বৃহত্তম চিকিৎসা কেন্দ্র আল-শিফা হাসপাতালের কর্মকর্তারা বলেন, ইসরাইলের অবরোধের মধ্যে হাসপাতালে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় শত শত রোগী মৃত্যুর মুখোমুখি হচ্ছেন।
এদিকে গাজার খান ইউনিসের কথিত ‘নিরাপদ এলাকা’ আল-মাওয়াসির একটি তাঁবুতে বিমান হামলা চালায় ইসরাইল। এতে কমপক্ষে পাঁচজন নিহত, আহত হয়েছেন আরও অনেকে— যাদের মধ্যে শিশুরাও ছিল।
জাতিসংঘের মতে, এখন গাজার ৮২ শতাংশ এলাকা হয় ইসরাইলি সামরিক নিয়ন্ত্রণে, নয়তো জবরদস্তিমূলক উচ্ছেদের হুমকির মধ্যে রয়েছে। গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় বসবাসকারী ইসমাইল বলেন, নতুন করে বাস্তুচ্যুত হওয়া মানুষ রাস্তায় তাঁবু খাটিয়ে বাস করছে। কোথাও জায়গা নেই।
এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি আগ্রাসনে কমপক্ষে ৫৭ হাজার ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ৩৪ হাজার ৫৯২ জন।
এই পরিসংখ্যান ইঙ্গিত দেয়, ইসরাইল-হামাস যুদ্ধ এক ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে। গাজার স্বাস্থ্য অবকাঠামো ইতোমধ্যেই ধ্বংসপ্রাপ্ত এবং বহু পরিবার জীবনরক্ষাকারী সহায়তা ছাড়াই জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। অবরুদ্ধ গাজায় সহিংসতার প্রতিদিনের এ চিত্র বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে, কিন্তু সহিংসতা বন্ধের কার্যকর কূটনৈতিক পদক্ষেপ এখনো অধরাই।