শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন-২০২৫ উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সারাদেশে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ এবং পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:

১১ জুলাই শুক্রবার: দেশব্যাপী দোয়া দিবস এবং শহীদদের কবর জিয়ারত।

১৮ জুলাই শুক্রবার: জুলাই-আগস্ট গণহত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল।

৫ আগস্ট সোমবার: গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী বিজয় র‍্যালি।

এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের সহযোগী সংগঠন— বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ শ্রমিক মজলিস ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস— মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

খেলাফত ছাত্র মজলিস শহীদদের জীবনী প্রকাশ, ডকুমেন্টারি প্রচার, স্মৃতিচারণ অনুষ্ঠান ও অনলাইন পডকাস্টসহ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন আয়োজন পরিচালনা করবে।

বৈঠকে উপস্থিত ছিলেন— নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা নিয়ামতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, নির্বাহী সদস্য মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা ছানাউল্লাহ আমেনি, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসাইন রাজী, মাওলানা মুর্শেদুল আলম সিদ্দীক প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ