শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

শুটিং সেটে যেভাবে প্রেম হয় সালমান-ঐশ্বরিয়ার, জানালেন জয়াকর

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী  ঐশ্বরিয়া রাইয়ের প্রেম ও বিচ্ছেদের পর অনেক বছর কেটে গেলেও, এখনো তাদের নিয়ে চর্চার অন্ত নেই। সেই সময় ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন এ তারকা জুটি। আর সেখান থেকেই হয়েছিল তাদের দুজনের প্রেমের সূত্রপাত। আর এ সিনেমায় ঐশ্বরিয়ার মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী স্মিতা জয়াকর।

সম্প্রতি এ সিনেমার সেটে তাদের দুজনের বন্ধন কেমন ছিল, তা নিয়ে কথা বলেন।

একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিতা জয়াকর বলেন, শুটিংয়ের সময় কলাকুশলীরা একসঙ্গে বসে গানের লড়াই খেলতেন। সেই সিনেমার সেটে সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক প্রসঙ্গে অভিনেত্রী বলেন, হ্যাঁ, সেখানেই দুজনে প্রেমে পড়েন। তাদের সম্পর্ক সেখানে শুরু হয়েছিল এবং এ রসায়ন সিনেমাটিকে সহায়তা করেছিল। তাদের দুজনের রোমান্স চোখেমুখে ফুটে উঠত।

স্মিতা বলেন, সালমান খুব বদমাশ ছিলেন। এখন তিনি কেমন জানি না, তবে সেই সময় তিনি বেশ দুষ্টুমি করতেন। অভিনেত্রী বলেন, তিনি একজন ভালো মানুষ এবং খুব খুব বড় মনের মানুষ। সেটে ওকে কখনো রাগ করতে দেখিনি। কার রাগ হয় না বলুন তো? মানুষ আসলে বাড়িয়ে বলে। যদি কেউ আপনাকে আঙুল দেখায়, তাহলে আপনার রাগ হবেই। আমরা জানি না অন্য মানুষ কী করেছে, যার জন্য সামনের মানুষটার রাগ হয়েছে।

আর ঐশ্বরিয়া প্রসঙ্গে স্মিতা জয়াকর বলেন, মেকআপ ছাড়া ঐশ্বরিয়া খুবই সুন্দরী। সে খুব মিষ্টি এবং ডাউন টু আর্থ। সঞ্জয় লীলা বানশালি পরিচালিত এ সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন অজয় দেবগন ও সালমান খান। সিনেমাটি সুপারহিট হয়েছিল। ঐশ্বরিয়া ও সালমানের জুটি দর্শকদের মন জয় করে নেয়।

উল্লেখ্য, ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার সেটে ঐশ্বরিয়া রাই ও সালমান খানের প্রেমের যাত্রা শুরু হয় এবং শেষ হয় ২০০২ সালে। এ বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী স্মিতা জয়াকর। এমনকি সেই সময় সালমানের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও তোলেন ঐশ্বরিয়া। তবে কখনো রাইসুন্দরীর বিরুদ্ধে মুখ খোলেননি ভাইজান। সালমান খানের পর ঐশ্বরিয়া সম্পর্কে জড়ান অভিনেতা বিবেক ওবেরয়ের। সেই সম্পর্কও বেশি দিন টেকেনি। তিক্ততার মধ্য দিয়ে শেষ হয়। এরপর ঐশ্বরিয়া বিয়ে করে ফেলেন অভিনেতা অভিষেক বচ্চনকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ