বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

বিজয়-রাশমিকার প্রেম কি গোপন অধ্যায়, নাকি শুধুই গুঞ্জন

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩৫ প্রদর্শন করেছেন

বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝেই মুখ দেখাতে চান না দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। সবার নজর থেকে নিজেকে লুকিয়ে রাখতে চান তিনি। সে জন্য মুখোশ পরেও ঘুরে বেড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন বলে জানান এ অভিনেতা।

রাশমিকা মান্দানার সঙ্গে সম্পর্কের কথা উঠলেই এড়িয়ে যান বিজয় দেবেরাকোন্ডা। এমনকি সামাজিকমাধ্যমেও একসঙ্গে কোনো ছবি নেই তাদের। রাশমিকাকে অনুসরণও করেন না তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন বিজয়।

এ অভিনেতা বলেন, তার মধ্যে দ্বৈত সত্তা কাজ করে। কখনো বিশ্ববিখ্যাত অভিনেতা হতে চান। আবার কখনো সবার থেকে নিজেকে অদৃশ্য করে রাখতে চান। তিনি বলেন, অদ্ভুত দ্বৈত সত্তা কাজ করে। একদিকে অভিনেতা হিসাবে সারা বিশ্বে পরিচিতি পেতে চাই। আবার সবার আড়ালে অপরিচিত হয়েও থেকে যাই। এটা এক ধরনের মানসিক দ্বিধা বলে জানান বিজয়।

তিনি বলেন, জনসমক্ষে তুলে ধরার জন্য এক কাল্পনিক ভাবমূর্তি গড়তে চান। আর নিজের আসল পরিচিতি নিজের কাছেই রাখতে চান তিনি। বিজয় বলেন, অর্জুন রেড্ডির কথায়— আমি আগে বলতাম, একটা অন্য মানুষের মুখোশ পরে থাকতে পারলে ভালো হতো। তারকা হিসেবে সেই মুখোশ মানুষ পরিচিতি পেত। আর আমি নিজের মতো খুশি থাকতাম।

বিজয় বলেন, আমি জানি না, কতটা সফল হতে পেরেছি। তবে আমি ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে পছন্দ করি। সাফল্য থেকে যা পাই, তা আমি উপভোগ করি ও সম্মান করি। কিন্তু এই সাফল্য তো আমি ব্যক্তি মানুষের জন্য পাই না। আমার ছবির জন্য পাই।

এর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, আমার বয়স এখন ৩৫। অবশ্যই আমি সম্পর্কে আছি। তবে রাশমিকা একাধিকবার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন— তিনি বিজয়ের প্রেমে মগ্ন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ