বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, তারেক রহমান এমন এক আদর্শিক নেতা যার চিন্তা-চেতনায়, মন ও মননে শুধুই বাংলাদেশ। তার মতো একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতৃত্বকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার শক্তি অপপ্রচারকারীদের নেই।
শনিবার সন্ধ্যা ৬টায় হাটহাজারীর ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্র ঘোষিত সদস্য ফরম পূরণ ও নবায়ন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফতেপুর, চিকনদণ্ডী ইউনিয়ন এবং চসিক ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির যৌথ আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার হেলাল আরও বলেন, একটি বিশেষ গোষ্ঠী নানা অজুহাতে দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে বাংলাদেশের সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ বিএনপির হাতে নিরাপদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শ অনুসরণ করে তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনের বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।
ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ।
মো. শহীদুল্লাহ মিন্টু, ইশা শফি ও শাহজাহান চৌধুরী মঞ্জুর যৌথ সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন: ড. আল ফোরকান, জাকের হোসেন, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, গিয়াস উদ্দিন চেয়ারম্যান, আইয়ুব খান, অহিদুল আলম, আবদুস শুক্কুর মেম্বার, সাখাওয়াত হোসেন শিমুল, আকবর আলী, মনিরুল আলম জনি, নাসির উদ্দিন, তকিবুল হাসান চৌধুরী তকি, গাজী মো. ইউসুফ, আবুল হাশেম, জামাল সাত্তার, লায়লা বেগম, আনোয়ার হোসেন উজ্জ্বল, ফখরুল হাসান, নুরুল কবির, নিজাম উদ্দিন হাকিম, মো. ইমরান চৌধুরী, আরেফিন সাইফুল, নাসির মেম্বার ও মোহাম্মদ আজম।
সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলাল ফতেপুর ও চিকনদণ্ডী ইউনিয়ন এবং চসিক ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য ফরম ও নবায়ন ফরম তুলে দেন।
এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই সদস্য সংগ্রহ কর্মসূচির মধ্য দিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।