বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া তীরবর্তী এলাকায় বড়শি দিয়ে মাছ শিকারের সময় একটি নৌকাসহ ৫ জেলেকে আরাকান আর্মি আটক করে মায়ানমারের মংডু শহরে নিয়ে গেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৮ টার দিকে টেকনাফ সেন্টমার্টিন বঙ্গোপসাগর তীরবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক জেলেরা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকার বাসিন্দা মো. আলীর ছেলে মো. ইলিয়াস (৪১), মো. ইলিয়াসের ছেলে আক্কল আলী (২০), মো. ইলিয়াসের ছেলে মো. নুর হোসেন (১৮), মো. নুর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫) এবং মো. কালু মিয়ার ছেলে মো. সাবের হোসেন (২২),
শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গনি বলেন, বিকেলে নাফনদীতে মাছ শিকারের জন্য বের হয় একটি নৌকাসহ ৫ জন জেলে। শাহপরীর দ্বীপ নাফনদী মোহনা নাইক্ষ্যংদিয়া বড়শি দিয়ে মাছ শিকারের সময় স্পিড বোট করে মিয়ানমার আরাকান আর্মি এসে একটি নৌকাসহ ৫ জন জেলেকে গ্রেপ্তার করে মিয়ানমার মংডু শহরে নিয়ে যায়।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, মাছ শিকারের সময় নাইক্ষ্যংদিয়া বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় থেকে পাঁচজন জেলেকে আটক করে নিয়ে যায় মিয়ানমার আরাকান আর্মি। স্থানীয়দের কাছ থেকে আটকের বিষয়টি শুনেছি। পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে