বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

স্বাধীনতা শুধু উদযাপন নয়, দায়িত্বও মনে করিয়ে দেয়: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

আজ ১৪ আগস্ট ৭৮তম স্বাধীনতা দিবস পালন করছে পাকিস্তান। এই দিনে দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ভিন্ন এক বার্তা দিয়েছেন দেশের মানুষকে। তিনি জানিয়েছেন, আজ শুধু উদযাপনের দিন নয়, বরং দায়িত্বেরও স্মারক। তিনি বলেন, ‘আজ শুধুই আনন্দের দিন নয়, আজ আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়।’

 

সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ দেশবাসীকে ১৪ আগস্টের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সত্যের লড়াইয়ে আল্লাহ যে বিজয় দিয়েছেন, তার জন্য যতই ধন্যবাদ দিই না কেন, তা যথেষ্ট নয়।’ তিনি আরও বলেন, পাকিস্তান সবসময় শান্তি ও ঐক্যের পক্ষে কথা বলেছে। তিনি যোগ করেন, ‘পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান সেনাবাহিনী জিন্দাবাদ।’

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তারা দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা বার্তা দেন। উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং অলরাউন্ডার সালমান আলি আঘা দেশবাসীকে শুভেচ্ছা জানান।

সালমান সবাইকে দায়িত্বশীলভাবে উদযাপন করতে এবং দেশকে পরিষ্কার রাখতে আহ্বান জানান। অধিনায়ক বাবর আজম শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘পাকিস্তান সৃষ্টির তাৎপর্য সবাইকে মনে রাখতে হবে।’

সাদা-বল হেড কোচ মাইক হেসনও শুভেচ্ছা পাঠান। পেসার শাহিন আফ্রিদি, অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ, পেসার হাসান আলি ও অলরাউন্ডার ফাহিম আশরাফ দেশবাসীকে অভিনন্দন জানান।

ফাহিম আশরাফ বলেন, ‘দেশের স্বাধীনতার জন্য পূর্বসূরিদের ত্যাগের কথা ভুলে গেলে চলবে না।’ তিনি জনগণকে আহ্বান জানান, এই কঠিন সংগ্রামে অর্জিত স্বাধীনতাকে মূল্যায়ন ও সুরক্ষিত রাখতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ