সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইসরাইলজুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৫ প্রদর্শন করেছেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধ ও উপত্যকাটিতে আটক জিম্মিদের মুক্তির জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে বিক্ষোভে নেমেছেন ইসরাইলিরা। রোববার (১৭ আগস্ট) গাজায় আটক জিম্মিদের পরিবারের সমর্থনে দেশব্যাপী এ বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার ইসরাইলি নাগরিক।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ইসরাইলি পতাকা উড়িয়ে এবং জিম্মিদের ছবি বহন করে, সারা দেশে সমাবেশে বাঁশি, হর্ন এবং ঢোল বাজিয়ে বিক্ষোভ করে।  এর মধ্যে কিছু বিক্ষোভকারী জেরুজালেম এবং তেল আবিবের মধ্যকার প্রধান রুট সহ রাস্তা এবং মহাসড়ক অবরোধ করে।

গাজায় হামাসের হাতে বন্দি মাতান অ্যাংরেস্টের মা আনাত অ্যাংরেস্ট তেল আবিবের একটি পাবলিক স্কোয়ারে সাংবাদিকদের বলেন, ‘আজ জীবনের সবকিছুর মূল্য স্মরণ করতে গিয়ে যেন সবকিছু থেমে গেছে।’

তেল আবিবে জিম্মিদের পরিবারের সঙ্গে বিক্ষোভে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন ইসরাইলি হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাদত, যিনি ‘ওয়ান্ডার ওম্যান’ চরিত্রের জন জনপ্রিয়।  এছাড়া তিনি জনপ্রিয়  ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজিতেও অভিনয় করেছেন।

এর আগে ইসরাইলের কিছু ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান জানায়, তারা তাদের কর্মীদের দেশব্যাপী ধর্মঘটে যোগদানের অনুমতি দেবে।  এর ফলে কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও দেশজুড়ে অনেক প্রতিষ্ঠানই খোলা ছিল।  আর স্কুলগুলো গ্রীষ্মকালীন ছুটিতে থাকায় এতে কোনও প্রভাব পড়েনি।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা নাগাদ ৩৮ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। রাস্তা অবরোধকারী কিছু বিক্ষোভকারী পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে এবং অফিসাররা তাদের ধরে নিয়ে যায়।

এদিকে স্থানীয় সময় বিকাল ৪টার দিকে তেল আবিব, জেরুজালেম এবং অন্যান্য স্থানে বিমান হামলার সাইরেন বাজলে ইসরাইলজুড়ে বিক্ষোভ সাময়িকভাবে বন্ধ থাকে।  সাইরেনগুলো ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আগমনের সতর্কীকরণের জন্য বাজানো হয়।  তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি ছাড়াই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ