বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে কথা বলবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

জুলাই সনদ দেশের ভবিষ্যৎ ও নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমাদের কিছু অবজারভেশন আছে। এগুলো নিয়ে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে কথা বলব, মতবিনিময় করব। প্রধান ইস্যুগুলোতে আমরা (রাজনৈতিক দলগুলো) সবাই একমত হয়েছি। জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যতের জন্য ও নির্বাচনের জন্যও খুবই গুরুত্বপূর্ণ।

বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন তিনি।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব। পরে তিনি রাজধানীর গুলশানে রাত ১১টা পর্যন্ত বৈঠক করেন।

বৈঠকের পরে অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ