মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

ডাচ স্কোয়াডে ৩ পরিবর্তন বাংলাদেশ সিরিজে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৯ প্রদর্শন করেছেন

ইনজুরিতে দুজন, একজন জানিয়েছেন খেলার অস্বীকৃতি। অনুমিতভাবেই এসেছে স্কোয়াডে পরিবর্তন। বাংলাদেশের বিপক্ষে সিরিজে আগের ঘোষিত দল থেকে তিনটি পরিবর্তন এনেছে ডাচদের ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ সফরের জন্য ঘোষিত নতুন স্কোয়াডে চমক হিসেবে আছেন সেড্রিক ডি ল্যাঙ্গে। ১৭ বছর বয়সী ব্যাটার প্রথমবার সুযোগ পেয়েছেন ডাচ স্কোয়াডে। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তিনি দলে।

চোটের কারণে দুই পেসার ফ্রেড ক্লাসেন ও রায়ান ক্লেইন ছিটকে গেছেন। ব্যক্তিগত কারণে সিরিজে অংশ নিচ্ছেন না অলরাউন্ডার সাকিব জুলফিকার। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন সেড্রিক, অভিজ্ঞ পেসার সেবাস্তিয়ান ব্রাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।

প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরেছেন ব্রাট। সিকান্দার ফিরেছেন ২০১৯ সালের পর। ২৭ আগস্ট ডাচদের ঢাকায় পা রাখার কথা।

সিরিজের তিন ম্যাচই বসবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। কুড়ি কুড়ির সিরিজের বাকি দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ