বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও মেধা বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে স্কুল-কলেজ থেকে খেলাধুলা প্রায় উঠেই গিয়েছিল। আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে একটি মেধাহীন জাতি গঠন করতে চেয়েছিল।
মঙ্গলবার দুপুরে টঙ্গী কলেজগেট এলাকায় টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজ পরিদর্শন ও নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসান উদ্দিন সরকার বলেন, বিএনপির দলীয় হাইকমান্ড থেকে গাজীপুর-৬ আসনে নির্বাচনি মাঠ গোছাতে আমাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। সে লক্ষ্যে আমি টঙ্গী, পূবাইল ও গাছা এলাকার মানুষের সেবক হিসেবে সবার দ্বারে দ্বারে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরছি।
অনুষ্ঠানে টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন-অর রশিদ সভাপতিত্ব করেন। শিক্ষক আজিজুল হক রাজুর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা হাজী বাবর আলী, শিক্ষক মাহবুবুল আলম শাহীন, আনিছুর রহমান, মাহাবুবুল আলম, ইউসুফ হাসান খান, মোহাম্মদ শহিদুল্লাহ, আশরাফ উল্লাহ, মোস্তাফিজুর রহমান, রাখি সাহা ও লতিফা পারভীন প্রমুখ।