বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

২৩ বাংলাদেশি নিলামে দ. আফ্রিকার লিগে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ লিগের ড্রাফটে আছেন বাংলাদেশের ২৩ ক্রিকেটারের নাম। লিগের চতুর্থ আসর শুরু হবে ২৬ ডিসেম্বরে। তার আগে ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টটির নিলাম অনুষ্ঠিত হবে।

ফ্র্যাঞ্চাইজি এই লিগে দেশি-বিদেশি মিলিয়ে দক্ষিণ আফ্রিকার লিগটিতে খেলতে মোট ৭৮২ ক্রিকেটার ড্রাফটে নাম জমা দিয়েছেন।

ড্রাফটে নাম দেওয়া ৭৮২ ক্রিকেটারের মধ্যে ৪৫৪ জন বিদেশি এবং ৩২৮ জন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডের সর্বোচ্চ ১৫৩ জন লিগটিতে নাম নিবন্ধন করেছেন।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলংকার ৩৬, আফগানিস্তানের ২৭, ভারতের ১৩ এবং সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড থেকে ১১ জন করে ক্রিকেটার আছেন ড্রাফটে। কম্বোডিয়া, উগান্ডা ও মালয়েশিয়ার একজন করে ক্রিকেটারও আছেন।

এর বাইরেও আছেন জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের ১০ জন করে ক্রিকেটার। নিউজিল্যান্ডের ৯, নামিবিয়ার ৫, অস্ট্রেলিয়া, কানাডা, নেপালের তিনজন করে ক্রিকেটারের নাম আছে ড্রাফটে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরা জেমস অ্যান্ডারসন চমকে দিয়েছিলেন গত আইপিএলের ড্রাফটে নাম জমা দিয়ে। সাবেক এই ইংলিশ তারকা পেসার অবসরের পর প্রথম শ্রেণির ১৭টি ম্যাচ খেলা ছাড়াও ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি ও ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে দ্য হান্ড্রেডে খেলেছেন। ৪৩ বছর বয়সে তিনি খেলতে চান এসএ২০–তেও।

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে নাম দিয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও ইংল্যান্ডের জেসন রয়। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তাদের মধ্যে আছেন রহমানউল্লাহ গুরবাজ, রিস টপলি, ডেভন কনওয়ে, মহেশ থিকশানা, শামার জোসেফ ও জেইডেন সিলস।

এসএ২০ লিগের আসন্ন নিলামে ৬ ফ্র্যাঞ্চাইজি সবমিলিয়ে ৮৪ ক্রিকেটার নিতে ৭.৪ মার্কিন ডলার খরচ করতে পারবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ