বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ প্রদর্শন করেছেন

কাতারের জনগণ এবং দেশটির আমির শেখ তামিম আল থানির প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় ইসরাইলি হামলার ঘটনায় এক বিবৃতিতে তিনি এই সংহতি প্রকাশ করেছেন।

বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘কাতারের জনগণ এবং এর আমির শেখ তামিম আল থানির প্রতি আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি। আন্তর্জাতিক সংশ্লিষ্ট পক্ষগণকে এই সামরিক হামলার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়া এবং আন্তর্জাতিক নিয়ম ও নীতিমালা লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের উচিৎ একটি জরুরি যুদ্ধ বিরতি, বন্দিদের মুক্তি এবং মানবতা সুরক্ষার জন্য একটি ঐক্যবদ্ধ অবস্থানকে অগ্রাধিকার দেয়া।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ