বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

ইতিহাস গড়ে এসএ২০ তে তাইজুল, খেলতে পারবেন তো?

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

তাইজুল ইসলাম গত রাতে ইতিহাসই গড়েছেন। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি দল পেয়েছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ২০তে দল পেয়েছেন। তিনি আসছে মৌসুমে খেলতে চলেছেন ডারবানস সুপার জায়ান্টসে।

টুর্নামেন্টটির চতুর্থ আসরের নিলাম হয়েছে গত রাতে। জোহানেসবার্গে অনুষ্ঠিত এই নিলামে তাকে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড বা প্রায় ৩৫ লাখ টাকায় দলে নিয়েছে ডারবানস।

এই নিলাম থেকে তাইজুলের দল পাওয়াটা গুরুত্ববহ আরও একটা কারণে। এই নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার। সেখানে তাইজুল ছাড়াও ছিলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

তাদের কেউই অবশ্য দল পাননি। মোস্তাফিজুর রহমানকে তাও নিলামে তোলা হয়েছিল, বাকিদের তাও করা হয়নি। এদিকে তাইজুলকে শুধু নিলামেই তোলা হয়নি, দলও পেয়েছেন।

তাইজুলের এই দল পাওয়াটার মাহাত্ম্য বোঝা যাবে অবিক্রিত থাকা আন্তর্জাতিক তারকাদের তালিকা দেখলেও। জেমস অ্যান্ডারসন, কুশল পেরেরা, মঈন আলী, জেসন রয়দের মতো তারকারাও দল পাননি।

তাইজুল যদি শেষমেশ এসএ২০ তে খেলেন, তাহলে ডারবানসে তিনি সতীর্থ হিসেবে পাবেন টি-টোয়েন্টি ক্রিকেটের বড় বড় তারকাদের। এই সুনীল নারাইন থেকে শুরু করে আছেন হাইনরিখ ক্লাসেন, জস বাটলার, এইডেন মার্করামরা।

দল পেয়েও তাইজুলের এসএ২০-এ খেলা নিশ্চিত নয়, কারণ একই সময়ে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগও মাঠে গড়াবে! সে কারণে বিসিবি থেকে তিনি অনাপত্তিপত্র পান কি না, তা নিয়ে একটা শঙ্কা রয়েই যাচ্ছে।

গত বছর একই পরিস্থিতিতে রিশাদ হোসেনকে না বলতে হয়েছিল বিগ ব্যাশ লিগের দল হোবার্ট হারিকেন্সকে। তাই তাইজুলকেও একই পথ মাড়াতে হয় কি না, সে প্রশ্ন উঠছে এখন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ