সুত্র জানায়, ১৩ আগস্ট ২০২৫ইং রাত পৌনে ১১টায় অটোরিক্সাযোগে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে বিজিবির বেশ কয়েকটি টহল দল খরেরমুখ চেকপোস্ট থেকে দেড় কিলোমিটার উত্তর দিকে শিশুপার্ক এলাকায় অবস্থান নেয়।কিছুক্ষণ পর একটি সন্দেহজনক অটোরিকশা আসতে দেখে টহলদল সেটির গতিরোধ করে। অটোরিকশার পেছনের যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করা হয়। এতে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ১৬হাজার ইয়াবাসহ কক্সবাজার সদরের খুরুশকুলের সোলতান আহমদের পুত্র মোস্তাক আহম্মদ (৩৯) কে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা ১টি স্মার্টফোন, ১টি বাটন ফোন ও নগদ ৫হাজার ৬৫টাকা জব্দ করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান (পিএসসি) জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।