বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

দমদমিয়া চেকপোস্ট এলাকায় র‍্যাবও বিজিবির যৌথ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ ১ জন গ্রেফতার।

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ প্রদর্শন করেছেন

কক্সবাজারের টেকনাফে র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫ ও টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের যৌথ দল জানতে পারে দমদমিয়া গ্রামের লোহার পোল্টন সংলগ্ন সড়কে সীমান্ত দিয়ে পাচারকৃত ইয়াবার চালান গ্রহণের জন্য কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালায়। এসময় হাতেনাতে ৪০ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয়:
নাম মো. ছলিম (৩০)। তিনি মিয়ানমারের বুশিডং এলাকার জাহিদ হোসেনের ছেলে।

অভিযানে উদ্ধার করা ইয়াবা ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব-বিজিবি।

মাদকবিরোধী এ অভিযানকে সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান দমনে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স নীতি’র অংশ হিসেবে উল্লেখ করেছে র‍্যাব এবং বিজিবির দুই বাহিনী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ