শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

টেকনাফে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে ৪৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই জন পাচারকারী গ্রেফতার।

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ পতিনিধি
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ প্রদর্শন করেছেন

কক্সবাজারের টেকনাফে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৪৪ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, আজ বুধবার ১৭সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটার দিকে পর্যটক মোড়–সংলগ্ন পুরাতন মেরিন ড্রাইভ সড়কে তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার (চট্টমেট্রো-গ-১৫-২১৩৯) থামানো হলে যাত্রীদের সন্দেহজনক আচরণে গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় গাড়ির ভেতরে দুটি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। এর একটি কেটে খুলে ভেতর থেকে অভিনব কৌশলে লুকানো ইয়াবা উদ্ধার করা হয়।

আটক হওয়া দুইজন হলেন—উত্তর লম্বরীর মো. ইয়াসিন (৩৯) ও ছোট হাবীবপাড়ার রহমত আলী (২৯)। এ সময় গাড়িটি, দুটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন ফোনও জব্দ করা হয়।

বিজিবির দাবি, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ