মরুর বুকে আজ আরেকটি এল ক্লাসিকোর উত্তাপ
প্রতিবেদকের নামঃ
-
প্রকাশের সময়ঃ
রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
-
৫০
প্রদর্শন করেছেন
সৌদি আরবের রিয়াদ শহরে স্প্যানিশ সুপার কাপে ফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ঠিক যেন গত বছরের পুনরাবৃত্তি। সেবারের ফাইনালে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছিল কাতালানরা।এবার নিশ্চিতভাবেই প্রতিশোধ নিতে চাইবে রিয়াল। তবে শেষ হাসি কে হাসবে তা জানা যাবে রাত ১টায় শুরু হওয়া ম্যাচে।দারুণ ছন্দে থেকে আজ ফাইনাল খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে কার্লো আনচেলোত্তির দল।লা লিগায় আছে পয়েন্ট তালিকার শীর্ষে। সেমিফাইনালে অ্যাতলেতিকোর বিপক্ষে ৮ গোলের রোমাঞ্চ জিতে ফাইনালে এসেছে লস ব্লাংকোরা।চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বেই হেরেছে দুই ম্যাচ।সেমিফাইনালে ওসাসুনাকে ২-০ গোলে হারায় কাতালানরা। তবে ফাইনালে যেকোনো কিছু হতে পারে বলছেন কাতালান কোচ জাভি এর্নান্দেস, ‘ম্যাচে আধিপত্য দেখাতে চেষ্টা করব। রিয়ালের চেয়ে কিছুটা পিছিয়ে থেকে আমরা রিয়াদে এসেছি, কিন্তু মাঠে যখন বল থাকবে তখন কেউ ফেভারিট থাকবে না। জেতার জন্য মাদ্রিদ সব সময় ক্ষুধার্ত থাকে, তবে এটি শক্তিশালী বার্সা।এই ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত রিয়ালের ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তি, ‘দারুণ প্রস্তুতি নিয়েছি। দল একদম প্রস্তুত। ফাইনাল ম্যাচ নিয়ে আমরা রোমাঞ্চিত। বার্সেলোনার বিপক্ষে খেলার অনেক অভিজ্ঞতা আছে এবং জানি তাদের মধ্যমাঠে কুশলী খেলোয়াড় আছে, তারা ভালো করছে।
শেয়ার করুন
এই ধরনের আরও সংবাদ