বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

পাক-ভারত ম্যাচে অভিষেক-হারিসের ঝগড়া থামান বাংলাদেশি আম্পায়ার

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ প্রদর্শন করেছেন

ভারতের কাছে আরও একবার হেরেছে পাকিস্তান। তবে লড়াইয়ে হেরে গেলেও কথার লড়াইয়ে পাকিস্তান লড়েছে সমানে সমানে। এই যেমন পাক পেসার হারিস রউফ আর ভারত ওপেনার অভিষেক শর্মা জড়িয়ে পড়েন ঝগড়ায়! সে ঝগড়া মিটিয়ে পরিস্থিতি শান্ত করতে হস্তক্ষেপ করতে হয় বাংলাদেশি আম্পায়ার গাজি সোহেলকে।

ঘটনাটা ঘটেছে ভারত ইনিংসের পঞ্চম ওভারে। ১৭২ রানের লক্ষ্য নিয়ে ভারত তখন তরতরিয়ে ছুটছে লক্ষ্যের দিকে। পঞ্চম ওভারে শুবমান গিলের কাছে একটি চার হজম করতে হয়েছিল হারিসকে।

এরপরই শুরু ঘটনাটা। গিল সে চারটা মেরেই কিছু একটা বলে বসেন হারিসকে। তিনিও একটা জবাব দেন তাকে। ফিরে দেখেন তার সামনে এসে দাঁড়িয়ে অভিষেক। ততক্ষণে গিলও এসে দাঁড়িয়েছেন হারিসকে ঘিরে।

দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলতে দেখা যায় তাকে। পরিস্থিতিটা যে কোনো সময় হাতাহাতিতে গড়াতে পারত। তবে শেষমেশ সেটা হয়নি আম্পায়ার গাজি সোহেলের কল্যাণে। বাংলাদেশি এই আম্পায়ার দুই পক্ষকেই গিয়ে শান্ত করেন।

তিনি গিয়ে প্রথমেই দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেন। এরপর কথা বলতে দেখা যায় দুই পক্ষের সঙ্গে। তবে কারোই ক্ষোভটা তৎক্ষণাৎ প্রশমিত হয়নি বলেই মনে হচ্ছিল।

এর আগে প্রথম ওভারেই এমন ঝাঁঝ দেখা গেছে দুই দলের মধ্যে। শুবমান গিল ও শাহিন আফ্রিদি জড়িয়ে পড়ছিলেন বাকবিতণ্ডায়। তবে শেষমেশ তা আর খুব বেশি দূর এগোয়নি। তবে হারিস রউফের সঙ্গে গিল আর অভিষেকের ঝগড়াটা গড়ায় বহুদূর।

এদিকে ম্যাচ শেষে এ বিষয়ে মুখ খোলেন অভিষেক। তিনি বলেন, ‘তারা কোনো কারণ ছাড়াই আমাদের ওপর এসে পড়ছিল, আমার একদম ভালো লাগেনি।’ যদিও হারিস রউফের ওই ঘটনায় শুরুটা করেছিলেন গিল আর অভিষেক মিলেই!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ