বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

আইনি জাঁতাকলে শাহরুখ-পুত্রের সিরিজ, বিপাকে রণবীরও

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ প্রদর্শন করেছেন

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালক হিসাবে বিনোদন জগতে পা রেখেছেন। তিনি ‘ব্যাডস অব বলিউড’ সিরিজের মাধ্যমে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছেন। এ নিয়ে বলিপাড়ায় বিস্তর চর্চা শুরু হয়েছে।

কিন্তু এবার এ সিরিজটি আইনি জাঁতাকলে পড়েছে। সিরিজে একাধিক তারকার ক্যামিও রয়েছে। এর মধ্যে আছেন শক্তিমান অভিনেতা রণবীর কাপুর। তার একটি দৃশ্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আর সেই গ্যাঁড়াকলে পড়েছেন অভিনেতা। তার বিরুদ্ধে করা হয়েছে এফআইআর।

তবে কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, তিনি ধূমপান ও মদপান ত্যাগ করেছেন। তাই এই দৃশ্য দেখে অবাক হয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। রণবীর কাপুরের দৃশ্যে দেখা গেছে— ভেপিং করছেন অভিনেতা, যা বিশেষ এক ধরনের ধূমপান। এ দৃশ্যে আপত্তি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। তাদের পক্ষ থেকে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। শুধু রণবীর নয়, এ সিরিজের প্রযোজক ও নেটফ্লিক্সের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।

‘ব্যাডস অব বলিউড’ সিরিজে রণবীর কাপুর ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা গেছে রণবীর সিং, দিশা পাটানি, অর্জুন কাপুর, রাজকুমার রাও, ইমরান হাশমি, আরশাদ ওয়ারসিসহ আরও অনেককে।

এ সিরিজে নারকোটিকস ব্যুরো তথা এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়েকেও নাকি খোঁচা দিয়েছেন আরিয়ান খান।

প্রসঙ্গত ২০১৯ সালে ই-সিগারেটের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তা সত্ত্বেও কীভাবে এই দৃশ্য ছাড়পত্র পেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এ ছাড়া সাধারণত ধূমপানের দৃশ্যে পর্দায় সতর্ককীকরণ থাকে। কিন্তু এ দৃশ্যে তেমন কিছু ছিল না। এখানেই আপত্তি মানবাধিকার কমিশনের। তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে বিষয়টি লিখিত আকারে পাঠিয়েছে। তাদের দাবি— এ ধরনের দৃশ্য নতুন প্রজন্মের ওপর প্রভাব ফেলতে পারে। তাই অভিনেতা ও প্রযোজকের বিরুদ্ধে যথার্থ পদক্ষেপ করার কথা বলা হয়েছে মানবাধিকার কমিশনের তরফ থেকে। মুম্বাই পুলিশের কাছেও তারা রণবীর কাপুর ও প্রযোজকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ