মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান রাশেদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১ প্রদর্শন করেছেন

দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তাগিদ দেন।

রাশেদ খান বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিমা ভাঙচুর বা মন্দিরে হামলা করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে পরাজিত শক্তি এবং সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা অদৃশ্য শক্তি বা ফ্যাসিবাদের দোসররা। এ বিষয়ে রাজনৈতিক দল ও জনগণকে সজাগ থাকতে হবে। সরকারকেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করতে হিন্দুদের প্রতি আহ্বান জানান তিনি। যাতে কোথাও কোনো ধরনের চক্রান্ত হলে সেটার তথ্য পাওয়া যায় এবং ষড়যন্ত্রকে প্রতিহত করা সম্ভবপর হয়।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘ধর্মীয় সংঘাত লাগাতে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে। বাংলাদেশিদের এ ষড়যন্ত্রের ফাঁদে কখনোই পা দেওয়া যাবে না। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আমাদের বাংলাদেশ এগিয়ে নিতে হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ