মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, একাত্তর প্রসঙ্গ টেনে যা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ প্রদর্শন করেছেন

পাকিস্তান-বাংলাদেশ এশিয়া কাপের আজকের ম্যাচের মুখোমুখি হচ্ছে। যে দল জয় পাবে, সেই দলই নিশ্চিত করবে ফাইনালের টিকিট। এই যখন পরিস্থিতি, তখন সোশ্যাল মিডিয়াজুড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য শুভকামনা জানাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। বাদ যাননি শোবিজ তারকারাও।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এক পোস্টের মাধ্যমে দেশের ক্রিকেটার উজ্জীবিত করেছেন। অভিনেত্রী লেখেন, ‘৭১ এ হারাইছি, আজকেও হারাব।’ এরপর তিনি উল্লেখ করে দেন, বাংলাদেশ বনাম পাকিস্তান।

অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে ক্রিকেটপ্রেমীরা উষ্ণ ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন মন্তব্যে করেছেন, ‘বাঁচা মরার লড়াইয়ে লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষায়। পাকিস্তানকে আজকে হারাতেই হবে। পাকিস্তানকে হারিয়ে আমরা ফাইনাল খেলব।’

অন্য একজন লিখেছেন, ‘অহংকার করা যাবে না। আত্মবিশ্বাস থাকতে হবে। ইনশাআল্লাহ আমরাই জিতব!’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ