ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। মাহমুদ আব্বাস বিশ্বনেতাদের উদ্দেশ্যে ভাষণ দেন ভিডিও বার্তার মাধ্যমে, যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাকে সম্মেলনে উপস্থিতির জন্য ভিসা দিতে অস্বীকার করেছিল।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়ছে আল জাজিরা।
জাতিসংঘ সাধারণ অধিবেশনের তৃতীয় দিনের শুরুতে ভিডিও বার্তায় তিনি বলেন, প্রায় দুই বছর ধরে আমাদের ফিলিস্তিনি জনগণ গাজা উপত্যকায় গণহত্যা, ধ্বংস, অনাহার ও বাস্তুচ্যুতির মুখোমুখি হচ্ছে।
আব্বাস জানান, এই গণহত্যায় ইতোমধ্যে ২ লাখ ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন, যাদের অধিকাংশই নিরস্ত্র শিশু, নারী ও বয়স্ক।
তিনি আরও বলেন, ‘ইসরাইল কেবল আগ্রাসন চালাচ্ছে না; এটি যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ, যা নথিভুক্ত ও পর্যবেক্ষিত হচ্ছে। আন্তর্জাতিক বিবেক ও ইতিহাসের পাতায় এটি ২০ ও ২১ শতকের সবচেয়ে ভয়াবহ মানবিক ট্র্যাজেডিগুলোর একটি অধ্যায় হিসেবে লিপিবদ্ধ হবে।’